করোনাভাইরাসে খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৫ জন, বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে, যশোরে সাত, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা দুজন করে এবং কুষ্টিয়ায় ১৯ জন মারা গেছেন।
এর আগে শনিবার বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭