ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে আরো ১৭ জনের মৃত্যু


জুন ২৬, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ নিয়ে আটজন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের চারজন ও রাজশাহীর ৯ জন, নওগাঁর দুজন ও নাটোরের দুজন রয়েছেন।

এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই।

শয্যার তুলনায় হাসপাতালে অতিরিক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। আক্রান্ত রোগীদের অধিকাংশ এসেছেন জেলা ও জেলার বাইরের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তাদের চিকিৎসা অতিরিক্ত বেডে রেখে সিলিন্ডার অক্সিজেন সরবরাহের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে সংক্রমণের হার।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছ যাদের মধ্য ১৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন, যা ৩৪ দশমিক ৪৯ শতাংশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।