ঢাকাশনিবার , ১৯ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

৫০ বছর ধরে ছেঁড়া কোরআন জোড়া দিয়ে যাচ্ছেন সালিম আয়া


জুন ১৯, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

হাম্মদ সালিম আয়াসিরা। বয়স ৭১ বছর। ৫০ বছর ধরে একটি কাজই করে যাচ্ছেন। তা হলো, বিভিন্ন স্থান থেকে ছেঁড়া কোরআন সংগ্রহ করে সেগুলো মেরামত ও সংরক্ষণ করা।

কোথাও পবিত্র কোরআনের কোনো কপি অবহেলিত অবস্থায় আছে জানলেই নিজের জরাজীর্ণ গাড়ি নিয়ে ছোটেন সালিম আয়াসিরা। তারপর সেগুলো পরিষ্কার, সংরক্ষণ ও বিন্যস্ত করে বিভিন্ন মসজিদ, হিফজখানা ও আফ্রিকার দেশগুলোতে পাঠানোর ব্যবস্থা করেন। ৫০ বছর ধরে আয়াসিরা এই মহৎ কাজ আঞ্জাম দিচ্ছেন। ছেঁড়া কোরআনের সন্ধানে তিনি দেশের বিভিন্ন শহর-বন্দরে ঘুরে বেড়ান। কোথাও ছেঁড়া কোরআনের সন্ধান পেলে সযত্নে তা লুফে নিয়ে সংস্কার করে কোরআনের সম্মান ফিরিয়ে দেন।

জীবনের প্রান্তসীমায় উপনীত কোরআনপ্রেমী বৃদ্ধের এই মহৎ কাজে তার সন্তানদের পাশাপাশি তাদের অধীনে কর্মরত ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।