হাম্মদ সালিম আয়াসিরা। বয়স ৭১ বছর। ৫০ বছর ধরে একটি কাজই করে যাচ্ছেন। তা হলো, বিভিন্ন স্থান থেকে ছেঁড়া কোরআন সংগ্রহ করে সেগুলো মেরামত ও সংরক্ষণ করা।
কোথাও পবিত্র কোরআনের কোনো কপি অবহেলিত অবস্থায় আছে জানলেই নিজের জরাজীর্ণ গাড়ি নিয়ে ছোটেন সালিম আয়াসিরা। তারপর সেগুলো পরিষ্কার, সংরক্ষণ ও বিন্যস্ত করে বিভিন্ন মসজিদ, হিফজখানা ও আফ্রিকার দেশগুলোতে পাঠানোর ব্যবস্থা করেন। ৫০ বছর ধরে আয়াসিরা এই মহৎ কাজ আঞ্জাম দিচ্ছেন। ছেঁড়া কোরআনের সন্ধানে তিনি দেশের বিভিন্ন শহর-বন্দরে ঘুরে বেড়ান। কোথাও ছেঁড়া কোরআনের সন্ধান পেলে সযত্নে তা লুফে নিয়ে সংস্কার করে কোরআনের সম্মান ফিরিয়ে দেন।
জীবনের প্রান্তসীমায় উপনীত কোরআনপ্রেমী বৃদ্ধের এই মহৎ কাজে তার সন্তানদের পাশাপাশি তাদের অধীনে কর্মরত ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭