ঢাকাশুক্রবার , ২৮ মে ২০২১
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রেসক্লাবের সামনে সমাবেশ


মে ২৮, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

রিপোর্টার মোহাম্মদ আলী

রাজধানী ঢাকা, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ, ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং গার্মেন্টস শ্রমিক ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বক্তারা বলেন দুনিয়ার মজদুর এক হও এবং বক্তারা আরো বলেন, বাজেটে গার্মেন্টস শ্রম, জীবিদের জন্য বিশেষ বরাদ্দ চাই । করোনায় কর্মহীন শ্রমিকদের জন্য খাদ্য এবং সুচিকিৎসা ও আর্থিক সহায়তা, বাজেটে বরাদ্দ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় বলে জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বক্তারা।

বক্তারা আরো বলেন, শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন ও চিকিৎসা ভাতা, আবাসন এবং সকল পেনশন চালু করা হোক।

শ্রমিক নেতারা আরও বলেছেন, আমাদের বেতন-ও ঈদ বোনাস সহ সবগুলো সঠিক টাইমে দিতে হবে এবং শ্রমিকের দাবি মানতে হবে । না মানলে আমরা কঠোরভাবে আন্দোলন করতে বাধ্য।

এরপর শ্রমিকরা সমাবেশের পরে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।