ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদ পান করে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেকে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আলিগড় জেলায় কিছু মানুষ স্থানীয় ভাবে তৈরি মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। সেই দিনই মারা যায় ১৫ জন। শুক্রবার মৃত্যু হয় আরও ৭ জনের।
এ ঘটনার সাথে জড়িত অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। সিলগালা করে দেয়া হয়েছে ৫টি মদের দোকান। কী কারণে মৃত্যু হলো তা জানতে এরই মধ্যে বেশ কিছু দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।