ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদ পান করে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেকে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আলিগড় জেলায় কিছু মানুষ স্থানীয় ভাবে তৈরি মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। সেই দিনই মারা যায় ১৫ জন। শুক্রবার মৃত্যু হয় আরও ৭ জনের।
এ ঘটনার সাথে জড়িত অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। সিলগালা করে দেয়া হয়েছে ৫টি মদের দোকান। কী কারণে মৃত্যু হলো তা জানতে এরই মধ্যে বেশ কিছু দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭