ইন্টারনেটের ধীর গতির কারনে আজ বিকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে সমস্যা হয় গ্রাহকদের। তবে এ বিষয়ে কোন তথ্য নেই বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)। গ্রাহকরা জানিয়েছেন, দুপুরের পর থেকে ইন্টারনেটের গতি কম পাওয়া যায়। বিকাল থেকে রাত পর্যন্ত গতি আরও কমে। এতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকমতো দেখা যায়নি। তবে এ সমস্যা রাজধানীতে সবচেয়ে বেশি হয় বলে জানান তারা। রাজধানীর আশেপাশের কয়েক জেলার গ্রাহকও একই অভিযোগ করেন। তারা বলেন,বিকাল থেকে ইন্টারনেটের ধীর গতির কারনে তারা ঠিকমতো কাজ করতে পারেননি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।