ইন্টারনেটের ধীর গতির কারনে আজ বিকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে সমস্যা হয় গ্রাহকদের। তবে এ বিষয়ে কোন তথ্য নেই বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)। গ্রাহকরা জানিয়েছেন, দুপুরের পর থেকে ইন্টারনেটের গতি কম পাওয়া যায়। বিকাল থেকে রাত পর্যন্ত গতি আরও কমে। এতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকমতো দেখা যায়নি। তবে এ সমস্যা রাজধানীতে সবচেয়ে বেশি হয় বলে জানান তারা। রাজধানীর আশেপাশের কয়েক জেলার গ্রাহকও একই অভিযোগ করেন। তারা বলেন,বিকাল থেকে ইন্টারনেটের ধীর গতির কারনে তারা ঠিকমতো কাজ করতে পারেননি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭