ঢাকাশনিবার , ৬ মার্চ ২০২১
আজকের সর্বশেষ খবর

গাজীপুরে কারখানায় আগুন,নিহত ১


মার্চ ৬, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ  :  গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে পুড়ে মারা গেছে এক শ্রমিক, আহত হয়েছে আরো কয়েকজন। শ্রীপুর থানা পুলিশ নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার
ঢাকা ওয়াশিং লি: এর ক্যামিকেল এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ৬-৭  জন সামান্য আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । পরে ফায়ার সার্ভিস সদস্যরা ফ্যাক্টরির অভ্যন্তর থেকে মাসুম সিকদার (২৩) এর মরদেহ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার চরকুসামটাবি গ্রামে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।