কেএম সবুজ (বিশেষ)প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবসের ৪৯ তম পূর্তি উপলক্ষ্যে দলীয় নির্দেশ মোতাবেক সারা দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স। সংগঠনটির মহাসচিব কেএম হারুন বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সংগঠনটির জেলা-উপজেলায় পালিত কর্মসূচী তুলে ধরেন।
তার মধ্যে, শেরপুর, ফেনী, নওগাঁ, নারায়ণগঞ্জ, বান্দরবান, নড়াইল, চট্টগ্রাম সহ বেশকটি জেলা ও উপজেলায় শহীদ বেদীতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের (শহীদদের) প্রতি সম্মাননা জানান। বিজয়ের ৪৯ তম বষৃপূর্তীতে গণতন্ত্র উদ্ধারে বিএনপির সাথে থেকে ভুমিকা রাখার ও প্রত্যায় করেন তারা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।