ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ খবর

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কয়েদি নিখোঁজ


আগস্ট ৭, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ  কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজ হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই একজন কয়েদিকে কারাগারের লকআপে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েদির নাম আবু বকর সিদ্দিক। কারাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে অনেক খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি।
নিখোঁজ ওই কয়েদি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।
কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।