কেএম সবুজঃ কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজ হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই একজন কয়েদিকে কারাগারের লকআপে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েদির নাম আবু বকর সিদ্দিক। কারাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে অনেক খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি।
নিখোঁজ ওই কয়েদি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।
কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭