ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২০
আজকের সর্বশেষ খবর

অন্যকে দিয়ে নিজের বোর্ড পরীক্ষা দেয়া,সেই এমপি কিনলেন কোটি টাকার গাড়ি


জুলাই ১৬, ২০২০ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ অন্যকে দিয়ে নিজের বোর্ড পরীক্ষা দেয়ার অভিযোগে আলোচনায় আসা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এবার আলোচনায় এলেন কোটি টাকার গাড়ি কিনে। সম্প্রতি ১ কোটি ৬৫ লাখ টাকা বাজারমূল্যের গাড়ি তিনি শুল্কমুক্ত সুবিধা নিয়ে কিনেছেন। গাড়িটি কেনার পর তার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় গাড়িতে এমপি’র স্টিকার লাগানো। রাজধানীর তেজগাঁও এলাকার একটি শোরুম থেকে তিনি গাড়িটি কিনেছেন। ওই শোরুমের একজন কর্মকর্তা মানবজমিনকে বলেন, ল্যান্ড ক্রুইজার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়িটির বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ টাকা। এমপি বুবলি কিছুদিন আগে নিজের নামে এই গাড়িটি কিনেছেন শুল্কমুক্ত সুবিধায়। এদিকে নরসিংদীর সংরক্ষিত  আসনের এই সংসদ সদস্যের বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

নরসিংদীর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক’দিন আগেও বুবলি রিকশায় চলাচল করেছেন। এখন এত দামের গাড়ি কীভাবে কিনেন? বিষয়টি নিয়ে তামান্না নুসরাত বুবলির মোবাইল ফোনে গতকাল কয়েক দফা ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এই সংসদ সদস্যের বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যের মাধ্যমে নিজের পরীক্ষা দেয়ার অভিযোগ প্রকাশের পর নানা সমালোচনা হয়েছিল। বুবলি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়েছিলেন প্রক্সি প্রার্থীরা।  আটজন ছাত্রী এমপি’র হয়ে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় নিজের প্রক্সি প্রার্থীর বিষয়টি গতবছর আন্তর্জাতিক গণমাধ্যমেও ওঠে আসে। এ ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বুবলিকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি উঠে। এমপি বুবলি নরসিংদীর প্রয়াত পৌর মেয়র  লোকমান হোসেনের স্ত্রী। সন্ত্রাসী হামলায় মেয়র লোকমান নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে আলোচনায় আসেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।