ঢাকাসোমবার , ২২ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টের নাটকীয় রায়,রথযাত্রায় অনুমতি


জুন ২২, ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তির্জাতিক ডেস্কঃ বিজেপি নেতা এবং সংসদ নির্বাচনে হেরে যাওয়া সম্বিত পাত্রের আবেদনে এবং দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতার হলফনামায় সন্তুষ্ট সুপ্রিম কোর্ট সোমবার দুপুরে রায় দিল, মঙ্গলবার পুরীর রথযাত্রা হবে অত্যন্ত সীমিতভাবে। আদালত বিষয়টি নিয়ে পূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার দিয়েছে ওড়িশা সরকার আর জগন্নাথ টেম্পলে ট্রাস্টকে। সুপ্রিম কোর্ট এর রায়ের পর ওড়িশা সরকার ও মন্দির ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে, ভক্তদের ছাড়াই রথযাত্রা হবে। সেই সব পন্ডিত ও সেবাইতরা অংশ নিতে পারবেন যাঁরা করোনা নেগেটিভ বলে চিহ্নিত হবেন। তবে, রথযাত্রায় রাজকীয় আড়ম্বর থাকবে না বলে জানিয়েছে ওড়িশা সরকার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।