সুপ্রিম কোর্টের নাটকীয় রায়,রথযাত্রায় অনুমতি
আন্তির্জাতিক ডেস্কঃ বিজেপি নেতা এবং সংসদ নির্বাচনে হেরে যাওয়া সম্বিত পাত্রের আবেদনে এবং দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতার হলফনামায় সন্তুষ্ট সুপ্রিম কোর্ট সোমবার দুপুরে রায় দিল, মঙ্গলবার পুরীর রথযাত্রা হবে অত্যন্ত সীমিতভাবে। আদালত বিষয়টি নিয়ে পূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার দিয়েছে ওড়িশা সরকার আর জগন্নাথ টেম্পলে ট্রাস্টকে। সুপ্রিম কোর্ট এর রায়ের পর ওড়িশা সরকার ও মন্দির ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে, ভক্তদের ছাড়াই রথযাত্রা হবে। সেই সব পন্ডিত ও সেবাইতরা অংশ নিতে পারবেন যাঁরা করোনা নেগেটিভ বলে চিহ্নিত হবেন। তবে, রথযাত্রায় রাজকীয় আড়ম্বর থাকবে না বলে জানিয়েছে ওড়িশা সরকার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ