ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২০

জামায়াত নেতা আজহারুলের মৃত্যু পরোয়ানা জারি


মার্চ ১৭, ২০২০ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাকর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির আদেশপ্রাপ্তির পর মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসন (ডিসি), আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। লাল কাপড়ে মোড়ানো মৃত্যুদ-ের পরোয়ানা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ রয়েছে তাতে। সোমবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ। এটিএম আজহারের আইনজীবী শিশির মনির মানবজমিনকে বলেন, আমরা রিভিউ করবো। রায়ের পরপরই সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। কিন্তু এখনো রায়ের কপি পাই নাই। আইনে বলা আছে, সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়।

রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দন্ডাদেশ কার্যকর করার আইনী সুযোগ নেই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।