স্টাফ রিপোর্টারঃ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাকর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির আদেশপ্রাপ্তির পর মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসন (ডিসি), আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। লাল কাপড়ে মোড়ানো মৃত্যুদ-ের পরোয়ানা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ রয়েছে তাতে। সোমবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ। এটিএম আজহারের আইনজীবী শিশির মনির মানবজমিনকে বলেন, আমরা রিভিউ করবো। রায়ের পরপরই সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। কিন্তু এখনো রায়ের কপি পাই নাই। আইনে বলা আছে, সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়।
রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দন্ডাদেশ কার্যকর করার আইনী সুযোগ নেই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭