মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া তিন দোকান এলাকা হতে গলায় রশি দেওয়া অবস্থায় পুকুরে অর্ধেক ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২ অক্টোবর) সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া তিন দোকান এলাকার একটি পুকুরে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।জানা যায়, ওই এলাকার এক মহিলা হাঁস খোঁজতে গিয়ে মরদেহটি পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তিনি আশেপাশে থাকা সবাইকে জানান।স্থানীয় মেম্বার শাহীন সরদার জানান, ছেলেটি আমাদের এলাকার না। কেউ চিনে না। গলায় রশি পেঁচানো অবস্থায় পুকুর পাড়ে দেখা যায়। বয়স আনুমানিক ১৫-১৭ হবে। পুলিশকে কল করলে ওনারা এসে মরদেহটি উদ্ধার করেছেন। তিনি আরও জানান, ধারণা করছি এটা হত্যাকান্ড হবে। কেননা মুখমন্ডলে আঘাতের চিহ্ন সে সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নির্জন স্থানে ফেলে রেখে গেছে।এ ব্যাপারে লৌহজং থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, এক তরুণের মরদেহ পাওয়া গেছে লাশ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে অজ্ঞাতনামা তরুণের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৫ হতে ১৬র মধ্যে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও খুন করে লাশ এখানে এনে ফেলে রাখা হতে পারে । মরদেহটি অর্ধেক পুকুর পাড়ে এবং অর্ধেক পুকুরের পানিতে ভাসমান ছিল। ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

