ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল পারভেজঃ ঈশ্বরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা। আটককৃত আসামি ঈশ্বরদীর পার্শ্ববর্তী এলাকা নাটোরের লালপুর উপজেলার ধানাদহ পাড় গ্রামের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহ আলম (৩৭)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর সদস্যরা রাতে উপজেলার মুলাডুলি ফরিদপুর এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঈশ্বরদী হতে মুলাডুলিগামী একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে। এসময় মোটরসাইকেলের উপর বসা অবস্থায় মোহাম্মদ শাহ আলম এর নিকট ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে একটি মাদকবিরোধী টিম গঠন করে উপজেলার মুলাডুলি ফরিদপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে শাহ আলমের নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।