নুরে আলম হাওলাদারঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় আউশ ধান বীজ উৎপাদন প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজ সোমবার বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে ব্রিধান-৮২ এর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিস আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া।নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, জেলা উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন মিয়া।এ সময় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জানান, আউশের ব্রিধান-৮২ জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণে ব্যাপক ভুমিকা পালন এবং তৎপর রয়েছে কৃষি অফিস।এ সময় অনুষ্ঠানে ৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।