টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলাধীন বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রোকনুজ্জামান রিগ্যান সিকদারের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান রিগ্যান বলেন, ইউপি নির্বাচনে আমি জয়ী হওয়ার পর থেকেই আমার প্রতিপক্ষের সমর্থক আশরাফ হোসেন বাদল আমার বিরুদ্ধে ওঠেপরে লেগেছে। কিভাবে আমার সম্মান নষ্ট করা যায় তারা সব সময় সেই চিন্তা ভাবনা করতো। অন্যায় ভাবে মামলা দিয়ে হয়রানি করে আসছে। এছাড়াও এলাকায় বাদল বিভিন্ন অপকর্ম করে বেরাচ্ছে। বাদলের প্রতিবেশী কুদ্দুছ নামের এক ব্যক্তির বাড়িতে হামলা করে কুদ্দুছ কে উচ্ছেদ করার চেষ্টা করে। পাসপোর্ট বানানোর কথা বলে মানুষের থেকে টাকা নিয়েছে, বিদেশে পাঠানোর কথা বলেও টাকা নিয়ে মানুষ কে বাদল হয়রানি করে। কিছুদিন আগে বাদল অবৈধ ড্রেজার ভাবে লাইন কেটে ড্রেজার ব্যবসা করতে চেষ্টা করে সেখানে আমি চেয়ারম্যান হিসেবে বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুক্রবার বাদলের দোকানের সামনে দিয়ে একটি মসজিদের অনুষ্ঠানে যাচ্ছিলাম। পরে গাড়ি থামিয়ে গালিগালাজ করার কারন জিজ্ঞেস করতে তার দোকানে গেলে তাকে পাইনি। এরপর ওই মার্কেটের লোকজন কে বলছি উনাকে বলবেন অন্যায় ভাবে কেনো উনি আমাকে গালিগালাজ করে। তার যদি গালিগালাজ করতে এতই সাহস থাকে তাহলে সেযেনো আমার সামনে এসে গালিগালাজ করে এ কথা বলে সেখান থেকে চলে যাই। পরবর্তীতে আমার কাছে খবর আসে বাদল আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তিনি উল্লেখ করেন আমি নাকি তার থেকে চাদা চেয়েছি,দোকান ভাংচুর করছি। আসলে এ ধরনের কোনো কাজ সে সময় আমি করিনি। আমাকে হয়রানি করার জন্য এগুলো করছে। বিগত দিনে আমাকে মামলা দিয়ে যেভাবে হয়রানি করতে চাইছে এখন চেয়ারম্যান হওয়ার পরেও তিনি আমার পিছে লেগে আছে।