ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আগস্ট ১৫, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দক্ষিণ এশিয়ার লৌহ মানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি শোক র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল আলম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিত বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশিকুজ্জামান তুহিন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আহসান আজিজ সরদার মিন্ট, এছাড়াও আওয়ামী লীগ নেতা খালেদ রেজা, শাকিল আহমেদ,মোঃ শাহাদাত হোসেন, এছাড়াও ছাত্রলীগ নেতা মোঃ রতন মিয়া সুমন মিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা লিংকন আনসারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা ও উপজেলা মহিলা যুবলীগ নেতা আলপনা গোস্বামী,শ্রমিক লীগ নেতা গণেশ শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন ১৫ ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এদেশে যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তারা আরো বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কাউকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। শেষে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।