ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

সোনালী আশেঁর রুপালি কাঠিতে সপ্ন বুনছে বেড়ার পাট চাষিরা


আগস্ট ৯, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়াতে পাট কাঠি এবার ভিন্ন সম্ভাবনা নিয়ে এসেছে কৃষকের কাছে। কয়েক বছর আগেও দেখা গেছে পাটকাঠি কখনো রান্নার জ্বালানি, ঘরের বেড়া তৈরিতে ব্যবহৃত হতো। কিন্তু এখন পাটকাঠির কয়লা বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে। ফলে সোনালি আঁশের রুপালি কাঠিতে আশার আলো দেখছেন এ উপজেলার কৃষকরা। আগে আঁশ ছাড়িয়ে নেয়ার পর অবহেলায় পড়ে থাকত পাটকাঠি কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক প্রযুক্তির আশীর্বাদে বহু ক্ষেত্রে পাটকাঠির ব্যবহার বেড়েছে। যার ফলে দিন দিন বাড়ছে পাটকাঠির কদর। এতে করে শুধু পাট আঁশ নয়, পাটকাঠিতেও কৃষকরা দেখছেন আশার আলো।

উপজেলা বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, চাষিরা পাট ঘরে তোলার পাশাপাশি পাটের কাঠি আগের মতো অবহেলায় ফেলে না রেখে শুকিয়ে রাখছেন।বেড়া উপজেলার জয়নগর গ্রামের ছমিরন বেগম বলেন, এক সময় পাটকাঠি দিয়ে জ্বালানির পাশাপাশি গোবরের লাকড়ি বানানো হতো। এ ছাড়া ঘরের বেড়া, সবজির মাচা ও পানের বরজে পাটকাঠি ব্যবহৃত হতো। জয়নগর গ্রামে চারকল বসানো হয়েছে। সেখানে পরিমিতভাবে পাটকাঠি পুড়িয়ে এক ধরনের ছাই তৈরি করা হয়। আর সেই ছাই প্রক্রিয়াজাত করে চীনে রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। পেঁচাকোলা গ্রামের আহেদ আলী বলেন, ৫-৬ বছর আগে প্রতি মণ পাটকাঠি ২০০ টাকায় বিক্রি হয়েছে। চারকল বসার পর থেকে প্রতি মণ পাটকাঠি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ বছর তারা ভালো দামের প্রত্যাশা করছেন।

চারকল মালিক জুলিয়াস বলেন, চীনসহ বিভিন্ন দেশে পাটকাঠির ছাই থেকে কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি, ফেসওয়াশের উপকরণ, মোবাইল ফেনের ব্যাটারি, প্রসাধনপণ্য ও সার তৈরি হচ্ছে। গত কয়েক বছর হলো জয়নগরের চারকলে পাটকাঠির ছাই উৎপাদন করে বিদেশে রফতানি করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পাটকাঠির ছাই রফতানি বাড়লে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।