ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জন


আগস্ট ৭, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডাক্তারের মোড় এলাকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গার ডাক্তারের মোড় এলাকায় সুন্দরগঞ্জ থেকে আসা একটি বাস ও রংপুর থেকে আসা বিপরীত মুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে আশ পাশের লোকজন এসে আহত বেশ কয়েক জনকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এখনো কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।।ঘটনা স্থলে উপজেলা ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আজিজ জানান, দুর্ঘটনা কবলিত স্থান থেকে সোনালী পরিবহন নামের একটি বাস উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।