ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক মিছিল


আগস্ট ১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সমবেত হয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় একটি মিছিল বামনডাঙ্গা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে বামনডাঙ্গা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ২ আগস্ট রংপুর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সাজ সাজ রব বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ ১২ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রংপুর বিভাগীয় মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে ঘিরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মহাসমাবেশে যোগদান করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।