মাহফুজুল হকঃ আজ শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা এ পদযাত্রা অংশ নেন। পদযাত্রায় অংশ নিতে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে জড়ো হয়েছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’- এ স্লোগান নিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন- কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল।স্টেডিয়ামে মাঠে আসা নেতাকর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে যাচ্ছে। দাবি তুলছে তত্ত্বাবধায়ক সরকারের এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির।
এ পদযাত্রায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি এবং জেলা মোড়ে টহলে পুলিশের প্রিজন ভ্যান দেখা যাচ্ছে।পদযাত্রাকে কেন্দ্র করে জেলা শহরে বাস, সিএনজি অটোরিকশা বন্ধ রয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।উল্লেখ্য, জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে এ কর্মসূচি পালিত হবে। চট্টগ্রাম বিভাগের পদযাত্রা হচ্ছে নোয়াখালীতে, রংপুরের হবে দিনাজপুরে, খুলনার হবে যশোরে এবং সিলেটের হবে হবিগঞ্জে। আর রাজশাহী ও বরিশাল বিভাগের পদযাত্রা এ দুই শহরেই হবে।