কেএম সবুজঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গিয়াসউদ্দিন আহমেদ রাজু (৪৪) নামের সাবেক স্বামীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে পশ্চিম জিরাবো বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গিয়াসউদ্দিন ও (ছদ্মনাম) সাবিনা আক্তারের সাথে দীর্ঘ ৫ মাস আগে ডিভোর্স হয়। ডিভোর্সের পর থেকেই তার স্ত্রীকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। অবশেষে গত দু মাস আগে অন্য জায়গায় বিয়ে হয় (ছদ্মনাম) সাবিনার। বিয়ের খবর শুনেই গিয়াসউদ্দিন একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে আগে তুলে রাখা বিভিন্ন আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। ভুক্তভোগী অভিযোগ করে বলেন,ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বার বার দেখা করার জন্য চাপ দেয়। অবশেষে (ছদ্মনাম) সাবিনা আক্তার গিয়াসউদ্দিনের সাথে একবার দেখা করলে এসব ছবি পোস্ট করা থেকে বিরত থাকবে জানালে সাবিনা রাজি হয়ে তার ফুফাতো ভাইয়ের ভাড়া বাসায় দেখা করার সিদ্ধান্ত নেয়। সাবিনা আক্তার দেখা করলে জোরপূর্বক তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সে এখন বিবাহিত এবং বিয়ে করবেনা বললে ভয়ভীতি প্রদর্শন করে । এরপর জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে আইনের সহযোগিতা চাইলে কিছুক্ষণ পরে আশুলিয়া থানার এস আই নুরুল হক এসে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী (ছদ্মনাম) সাবিনা আক্তারকে উদ্ধার করে এবং অভিযোগযুক্ত গিয়াসউদ্দিন আহমেদ রাজুকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গিয়াসউদ্দিন আহমেদ রাজু(৪৪) সিলেট সদর থানার শওরাকান্দি গ্রামের মৃত, রঙ্গু মিয়ার ছেলে। সে একটি পোশাক কারখানার কিউসি হিসাবে কর্মরত ছিলেন।