মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে মান্নান খানের বহুতল ভবন হতে পরে আলোকসজ্জা কর্মি নিহত হয়েছে। নিহত আলোকসজ্জা কর্মি রাজন হাওলাদার (২৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভট্রাচার্যের বাগ গ্রামের নুরুল ইসলাম হালাদারের ছেলে।
জানাগেছে, দিঘির পাড় বাজারের মান্নান খানের বহুতল ভবনে তার ভাই সোরহাব খানের মেয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে আলোক সজ্জার কাজ করছিল রাজন। রাত ১১টার দিকে কাজ করতে গিয়ে রাজন বহুতল ভবন হতে পরে গুরুতর আহত হলে তাকে স্থাণীরা উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত ২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। নিহত রাজন দিঘির পাড় বাজারের জজ মিয়ার ডেকোরেটর দোকানের কর্মচারী ছিলো।
স্থানীয় সুত্রে জানাগেছে, রাজন বুধবার রাতে কোন রকম সেফটি বেল ছাড়াই বহুতল ভবনে আলোকসজ্জা করছিল। হঠাৎ সে বহুতল ভবন হতে পাশের রাস্তায় পরে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম বলেন, রাতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে সেফটি বেইল না থাকায় বহুতল ভবন হতে পরে আলোকসজ্জা কর্মি রাজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থাণীয়রা প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধিন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়। তার লাশ হাসপাতালের মর্গে আছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য নিহতের স্বজনরা ঢাকার শাহাবাগ থানায় আবেদন করেছে।