ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলেন এএসপি


জুলাই ১১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় একবছর পূর্বে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলেন এএসপি মোস্তাফিজুর রহমান রিফাত। গত রবিবার সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেলের ফেইজবুক আইডিতে ৬ মাস বা তার আগে হারানো মোবাইল ফোনের জন্য সিরাজদিখান বা টংগিবাড়ি থানায় সাধারন ডায়েরী করেছেন এমন কারো মোবাইল ফোনের আইএমইআই নাম্বার ও সাধারণ ডায়েরীর কপি তার ফেইজবুকের ইনবক্সে দেওয়ার জন্য অনুরোধে করেন। তিনি সেসব মোবাইল ফোন উদ্ধারে চেষ্টা করবেন মর্মে পোষ্টে উল্লেখ করেন। জানা যায়, ওই পোষ্টের সূত্র ধরে উপজেলার লতব্দী ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম রফিক নামে এক ব্যক্তি ওইদিন রাত সাড়ে ১২টার দিকে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেলের মেসেঞ্জারে প্রায় ১ বছর পূর্বে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোনের আইএমইআই নাম্বার ও সাধারণ ডায়েরীর তথ্য পাঠান। পরদিন তথ্য প্রদানকারী ব্যক্তিকে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত জানান তিনি হারানো যে মোবাইলের তথ্য দিয়েছিলেন সেটি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ফোনটির মালিক উপজেলার মোল্লাকান্দি বালুচর গ্রামের বাসিন্দা সাবিহা আক্তারকে নিয়ে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেলের কার্যালয়ে হাজির হলে উদ্ধারকৃত ফোনটি মালিকের নিকট হস্তান্তর করেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত। এসময় হারানো মোবাইল ফোনটি হস্তান্তরের সময় মোস্তাফিজুর রহমান রিফাত একটি ভিডিও ধারন করে ফেইসবুকে পোষ্ট করেন। ওই ভিডিওটিতে মোবাইল ফোনের মালিককে আশা ছেড়ে দেওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার অনুভুতি প্রকাশ করতে দেখা যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।