ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

SH BIKE BD নামে অনলাইনে মোটরসাইকেল বিক্রির লোভনীয় প্রলোভন দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা


মে ২৬, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ  হিরো,পালসার, জিক্সার, এক্সব্লেড, R15 সহ প্রায় সকল ব্যান্ডেরই দামি মোটরসাইকেল অল্পদামে বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইনে SH BIKE BD নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে ক্রেতাদের হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যার প্রমাণ নিয়ে সাইবার ক্রাইমে একটি অভিযোগ প্রক্রিয়াধীন। ক্রাউন্টার ট্যুরিজম সাইবার ইউনিটের এক সদস্য জানান তারা সু- কৌশলে দীর্ঘদিন ধরে অনলাইনে ক্রেতাদের আকর্ষণ ও প্রলোভন দেখিয়ে বাইক অর্ডার বাবদ ৬৪০০ ও কাগজপত্র ছাড়া ২৫০০ টাকা অগ্রীম নিয়েই সকল যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দেয়। তবে ওয়েবসাইট ও তাদের গুগল লোকেশন চট্রগ্রামের কক্সবাজার কলাতলী মোট থাকলেও তা পুরোপুরিই ভুয়া। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা 01838083753 নাম্বারটি বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবে ব্যবহার করে থাকে। এই চক্রের  সাথে জড়িত একাধিক সদস্যরা বিভিন্ন ভাবে অনলাইনের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করে থাকে। আগ্রহী ক্রেতাগণকে ওয়েবসাইটে ডিসকাউন্ট দিয়ে অর্ডার করতে বলে যেখানে একজন ক্রেতার ব্যক্তিগত সকল ডকুমেন্টস তারা সংগ্রহ করে। তাদের ব্যবহৃত ওয়েবসাইটটি হল shbikebd.godaddyysites.com। ভুক্তভোগী কয়েকজন ক্রেতা ভোরের খবরকে জানান, SH bike BD বিক্রেতাদের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে ক্রেতাগণ আগ্রহী হলে ডেলিভারি দেওয়ার জন্য অগ্রীম ৬৪০০ টাকা পরিশোধ করতে হয়। পরিশোধের কয়েকঘন্টার মাথায়ই ক্রেতাদের তাদের ফেসবুক পেইজ সহ সকল যোগাযোগ মাধ্যম থেকে রিমুভ বা ব্লক মেরে দেয় প্রতারক ওই বিক্রেতারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করছে সাইবার ক্রাইম এর ক্রাউন্টার ট্যুরিজম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।