লিমা আক্তার, ময়মনসিংহ প্রতিনিধি : ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে গতকাল শনিবার (২০ মে) সকালে ফিসারীর পাশে পড়ে বিদ্যুতের তাঁর সরাতে গিয়ে শামীম মিয়া (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত শামীম মিয়া ওই গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে।
এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে পানিভান্ডা গ্রামের আলমের ফিসারীতে স্থানীয় কয়েকজন জেলেসহ শামীম মাছ ধরতে যায়। পরে ফিসারীর পাশে পড়ে থাকা বিদ্যুতের তাঁর পড়ে থাকতে দেখে শামীম ওই তার সরাতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কতিপয় লোক জানান, ফিসারীর পাশে বিদ্যুতায়িত তাঁর নিরাপদ স্থানে না সরিয়ে আলম মিয়া তার জেলেদের মাছ ধরতে নামায়। এটি ফিসারী মালিকের খামখেয়ালীপনা। তাছাড়া দুই লাখ টাকার রফাদফায় এ ঘটনা মিমাংসা করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
ফিসারীর মালিক আলম মিয়া জানান, রফাদফার কথাটি সত্য নয়। এ ঘটনাটি নিছক দূর্ঘটনা। এখানে কারো হাত নেই।
ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।