ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় স্টুডিওর আড়ালে মাদক ব্যবসা,গ্রেফতার ১


মে ১১, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ আশুলিয়ায় একটি স্টুডিওতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ফেনসিডিলসহ রাজিব হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি পালিয়ে যান।
বৃহস্পতিবার (১১ মে) সকালে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ঈদগাহ মাঠ এলাকার ফিরোজ স্টুডিও থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিব হোসেন (২৩) ঝালকাঠির কাঠালিয়া থানার বাঁশবুনিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
পলাতক আসামির নাম ফিরোজ প্রামাণিক (৪৫)। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মৃত আব্দুল জব্বার প্রামাণিকের ছেলে এবং ফিরোজ স্টুডিওর মালিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফিরোজ স্টুডিওতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাদক কারবারি ফিরোজ প্রামাণিক (৪৫) পালিয়ে যান।
উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদে রাজিব হাসান জানান, তিনি ওই স্টুডিওর কর্মচারী। আর উদ্ধার ফেনসিডিল ও ইয়াবা ফিরোজ স্টুডিওর মালিক ফিরোজ প্রামাণিকের। ফিরোজ বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে তার স্টুডিওতে রাখতেন। পরে সেগুলো বিক্রি করতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে তাকে আদালত পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।