ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের প্রতিপক্ষের হামলায় নিহত ১


ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নিহত একজন। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কছিম বাজার এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)নিজ বাড়িতে যাওয়া আসার রাস্তা নিয়ে প্রতিবেশি দুলা মিয়া ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকাল ১১ ঘটিকার দিকে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মিয়া গুরুতর আহত হয়। সোহেল মিয়াকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়। নিহত সোহেল মিয়ার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে আসা হচ্ছে। নিহতের ঘটনায় সোহেলের স্ত্রী সুমি আক্তার আজ মঙ্গলবার দুপুর ১২ টায় থানায় এজাহার করতে গেলে প্রথমে পুলিশ এজাহার গ্রহনে গড়িমসি করে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী থানায় গিয়ে হৈচৈ শুরু করলে তখন পুলিশ তাদের থানায় রেখে ঘটনাস্থলে ছুটে যায় এবং একজনকে আটক করে। সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখারুল মোকাদ্দেম এজাহার গ্রহনে গড়িমসির কথা অস্বীকার করে বলেন, এই ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।