ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা


জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদারঃ  প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সাথে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুত মিলন মেলায় পরিনত হয়েছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর এই আয়োজন।

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে শনিবার (২৮জানুয়ারি) সকাল ৯ঃ৩০ মিনিটে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রায় এক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালি টি হাসাইল বাজার প্রদক্ষিন করে, বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এছাড়া সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছিল বিদ্যালয় মাঠ । হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন।

বিকেলে র‍্যাফেল ড্র ও সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীদের মিলন মেলা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।