ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

সাদুল্লাপুরে লোকমান মিয়া নামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার


জানুয়ারি ২৬, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লোকমান মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।লোকমান মিয়া ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই জিয়াউর রহমান জিয়া জানান, লোকমান হোসেন প্রতিরাতের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে জেগে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে জানালা ভেঙে ঘরের তীরের (ধর্না) সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোকমান মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।