সাগর আহমেদ (গাইবান্ধা)জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রী প্রভাত, বিউটি এবং জাহিদ হাসান।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। এরমধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউপি চেয়ারম্যানও রয়েছে।আজ সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।