টাঙ্গাইল জেলা সখিপুের মই থেকে পড়ে হারুন মিয়া (৪৫)নামের এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৬ শে আগষ্ট ২০২২ইং দুপুরে সখিপুর উপজেলার আন্দি এলাকায় বিদ্যুতের মেরামত কাজ করতে গেলে সাবধানতাবসত পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হারুন মিয়া সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামতলা এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
তথ্য অনুসারে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে হারুন মিয়া আন্দি এলাকায় বিদ্যুতের মেরামত কাজ করতে মই দিয়ে খুটির উপরে উঠে। অসাবধানতাবশত মই পিছলে গেলে তিনি সেখান থেকে পরে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মোজাম্মেল সিকদার বলেন,,হারুন মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে সখিপুর পৌরসভা সহ বিভিন্ন এলাকায় দক্ষতা ও সুনামের সহিত কাজ করতো। হারুনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।