বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য ও তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল কল রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা ইমনের সাথে কথার পড়ে অভিনেত্রী মাহিয়া মাহিকে জোড়পূর্বক রেপ করার জন্য তার কাছে আসতে বলা শোনা যাচ্ছে।
তবে, বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়েও মাহিকে ভয় দেখানো হয়।
ইতিমধ্যে ভাইরাল অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছেন বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
এ বিষয়ে দেশের বাইরে থাকা মাহিয়া মাহির সাথে সত্যতা জানতে যোগাযোগ করা হলে মুখ খুলতে রাজি হননি।
একজন সংসদ সদস্যর এমন অসভ্যতার বিষয়ে আওয়ামিলীগের পক্ষ থেকে ও কোন পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি।
তবে নারীবাদের বিপক্ষে বক্তব্য দেওয়ায় আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটি মুরাদ হাসানের ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যর দায় দল কখনো নিবেনা।
ডা.মুরাদ হাসানের এমন অসভ্যতা ও অশ্লীলতার বিষয়ে দলের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।