ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

সারাদেশে নির্বাচনসহ বিভিন্ন প্রচারণায় শিশুদের ব্যবহার করা হয় কেন?


নভেম্বর ১২, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

 হেলাল শেখ: সারাদেশে মিছিল মিটিংসহ নির্বাচনী প্রচার-প্রাচরণায় শিশু-কিশোরদের ব্যবহার করা বন্ধ করুন। বাংলাদেশ শ্রম আইন এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ এবং শিশুদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ থাকলেও রাজবাড়ীর বালিয়াকান্দিতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শিশুদের। শিশুদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনেক প্রার্থীই আবার তাদের হাতে তুলে দিচ্ছেন বাঁশি। বাঁশির আকৃষ্টে শিশুরা ছুটছে নির্বাচনী প্রচার-প্রচারণায়। শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১ টার দিকে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দেখা যায়, প্রতীক বরাদ্দ নিতে আসা একাধিক প্রার্থীর সাথে প্রায় অর্ধশত শিশু। যাদের সবার হাতেই রয়েছে রঙিন বাঁশি। বাঁশি বাজিয়ে তারা হৈ-হুল্লোড় করছে। কোন কোন শিশু আবার তাদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগানও দিচ্ছে। তবে নির্বাচনী প্রচার-প্রচারণায় শিশুদের অংশগ্রহণ করার বিষয়টি অস্বীকার করেছেন একাধিক প্রার্থী। তারা বলছেন- স্বেচ্ছায় শিশুরা মনের আনন্দে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে। অনেক শিশুই আবার তাদের অভিভাবকের সাথে এসেছেন। নারুয়া ইউনিয়ন থেকে আসা একাধিক শিশু বলেন, আজ প্রতীক বরাদ্দ হচ্ছে। তাই আমরা বড়দের সাথে এসেছি। আমাদের সবাইকে বাঁশি উপহার দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেম্বার প্রার্থী গণমাধ্যমকে বলেন, স্বেচ্ছায় শিশুরা মনের আনন্দে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে। অনেক শিশুই আবার তাদের অভিভাবকের সাথে এসেছে। তবে আমরা নির্বাচনী প্রচারণায় এরপর থেকে শিশুদের নিরুৎসাহিত করবো। বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, এটা ঠিক না। কোন মতেই শিশুদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবেনা। যদি কেউ করে থাকেন তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেশের বেশিরভাগ রাজনৈতিক নেতা শিশু কিশোরসহ ১৮ বছরের নিচে ছাত্রদের দিয়ে মিছিল মিটিং করা হয়। এমনকি তাদের হাতে অস্ত্র দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করায়। এই ধরনের কিছু নেতার কারনে দেশে সংগঠিত হয়েছে কিশোর গ্যাং। শিশু কিশোলদের ভবিষ্যতের চিন্তা করে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের এবিষয়ে প্রয়োজনীয় উদ্যেগ নিতে হবে।তা না হলে ভবিষ্যতে এই শিশু কিশোররা ভয়ংকর এর চেয়ে অতি ভয়ংকর ভাবে রুপ নিবে। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, যেহেতু আজ প্রতীক বরাদ্দ হলো সেহেতু এখন থেকে যাতে কোন প্রার্থী তাদের প্রচারণায় কোন শিশুকে ব্যবহার না করে সে বিষয়টি সকল প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।