ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক


সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে ১২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আসামিকে আটক করেছে সলঙ্গা থানা হাইওয়ে পুলিশ।

রোববার ভোরে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোল চত্তরে হাজী ইমাম আলী মার্কেট এর সামনে ঢাকাগামী বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা হাইওয়ে পুলিশ।

আটককৃত আসামীরা হলেন (১) মোঃ মানারুল ইসলাম (২৫) পিতা- মৃত সোলেমান আলী, ( ২) মোঃ শরিফুল ইসলাম (৪০) পিতা- মোঃ ফজলুল হক, উভয় সাং-মারাদারা, ওয়ার্ড নং-২, পোষ্ট-মোনাটুলি ,থানা- হরিপুর, জেলা – ঠাকুরগাঁও ।

পুলিশ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই রাস্তায় মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় করে আসছিল। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করত তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্তে সলঙ্গা থানায় মামলা রুজু করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।