সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয় নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত সাড়ে ৩টা থেকে রাত সোয়া ১১টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকিরা সবাই উপসর্গ নিয়ে মারা যান। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ২৬৮ জন।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত-ই-খুদা নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য বলা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।