বিশেষ প্রতিনিধিঃ দেশের চলমান মহামারী নোভেল করোনাভাইসের কারণে সবকিছু লকডাউন করা হয়েছে। এর মাঝে চরম সমস্যায় পড়েছে দিন-মুজুর ,হতদরিদ্র পরিবারগুলো।আর এরই মধ্যে তাদের পাশে দাঁড়াতে এবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় স্বেচ্ছসেবী সংগঠনগুলো ছাড়াও রাজনৈতিক সংগঠনগুলো এসব মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে । তেমনি ভাবে এবার অসহায়,দিন-মজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাঁথিয়া উপজেলা যুবলীগ।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে যুবলীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান উকিলের নের্তৃত্বে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল,করমজা ইউনিয়ন যুবলীগ িনেতা আলম মোল্লা,ইবনে নাসিম সিফাত সহ অনেকেই।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।