আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে শৈলকূপা থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী পারভীন আক্তার ওরফে মাঝু (৫০)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে থানা পুলিশ।
শৈলকুপা থানা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট বোয়ালিয়া এলাকায় গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনায় পারভিনা খাতুনের হেফাজতে থাকা ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।অভিযানটি পরিচালিত হয় শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কোভিদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এবং নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আবুল কাশেম বিশ্বাস এর সঙ্গীয় একটি চৌকস পুলিশ দল
পুলিশ জানাই আটকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলমান এবং তাকে আদালতের সোপর্দ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত আরো কিছু ব্যক্তির তথ্য পাওয়া যায় বলে দাবি শৈলকুপা থানা পুলিশের।স্থানীয়দের মতে, পুলিশের এমন মাদক বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এমন অভিযান চললে মাদকমুক্ত শৈলকুপা গড়া অবশ্যই সম্ভব হবে।

