আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশবুধবার (২৮ জানুয়ারি ২০২৫) গভীর রাতে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ফাজেলপুর থেকে ৫৬ পিস ইয়াবাসহ কাউছার নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন কাউছারের গতিবিধি নজরদারিতে রেখেছিলো ।
তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত কাউছারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।

