স্টাফ রিপোর্টার: পাবনা-১ (সাঁথিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল থেকে নির্বাচনী দায়িত্ব পেয়েছেন কেএম হারুন। কেন্দ্রীয় নির্দেশনায় তাকে এই আসনের কৃষকদলের সমন্বয় ও সাংগঠনিক নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।দায়িত্ব পাওয়ার পর কেএম হারুন বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। পাবনা-১ আসনে কৃষকদলকে আরও সংগঠিত করে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখব।”
দলীয় সূত্র জানায়, কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কৃষকদের সঙ্গে যোগাযোগ জোরদার এবং নির্বাচনী প্রচার কার্যক্রম ত্বরান্বিত করতেই কেএম হারুনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।স্থানীয় কৃষকদলের নেতাকর্মীরা কেএম হারুনকে দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে পাবনা-১ আসনে কৃষকদল আরও গতিশীল হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।

