নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিশ্চয়তা বা সংশয়ের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনকে অস্থিতিশীল করার মতো কোনো পরিস্থিতি দেশে নেই এবং সরকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না, তার ওপর নির্বাচন ভণ্ডুল হবে বা অস্থিতিশীল হবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এটি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় প্রস্তুতির ওপর নির্ভর করে, কোনো ব্যক্তি বিদেশে বসে কী বলছেন, তার ওপর নয়।
তিনি আরও বলেন, নির্বাচনকে ভণ্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। যদি কারও সাহস থাকে, তাহলে তারা দেশে এসে আইনের আওতায় থেকে কথা বলুক। দেশের আইন ও আদালত সবার জন্য উন্মুক্ত। কিন্তু সাহসের অভাবে তারা বিদেশে পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছে। তিনি দাবি করেন, দেশে তাদের যে সমর্থকগোষ্ঠী ছিল, তা এখন আর আগের মতো সক্রিয় বা শক্তিশালী নেই।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের অনেক সমর্থক দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে গেছে এবং কেউ কেউ সেখানে আশ্রয় নিয়েছে। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনার ক্ষেত্রে আশ্রয়দানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে কারা অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সময়ে কোনো ধরনের দুর্নীতি হয়নি। তিনি জোর দিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কোনো রিকোয়েস্ট, তদবির কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং এসব বিষয়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় দুর্নীতি অনেকটাই দূর করা সম্ভব হয়েছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।
কারাগারে বন্দিদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে বন্দিদের খাবারের মান ও পরিমাণ—দুটিই বৃদ্ধি করা হয়েছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কারা ব্যবস্থাপনাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি নবীন মহিলা কারারক্ষীদের উদ্দেশে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালন করলে কারা বিভাগ আরও শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে উঠবে।

