ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের মনোনয়ন প্রত্যাহার, ভিপি শামসুর রহমানকে সমর্থন


জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:   পাবনা-১ (সাঁথিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। রবিবার (২৫শে জানুয়ারি) সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দায়েরের মাধ্যমে তিনি তার বৈধ মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আবু সাইয়িদ গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের পাশে দাঁড়ানোই সময়োপযোগী সিদ্ধান্ত।

তাই ব্যক্তিগত প্রার্থিতা থেকে সরে এসে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় তিনি পাবনা-১ আসনের ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।এদিকে আবু সাইয়িদের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত নির্বাচনী মাঠে ভিপি শামসুর রহমানের অবস্থান আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, পাবনা-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।