ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান কমলনগরের উন্নয়নের লক্ষ্যে ১৮ দফা ইশহিতার ঘোষনা দিয়ে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার কমলনগরের ৩টি ইউনিয়নের জনগণকে নিয়ে চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও কমলনগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম দিদার হোসেন এর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ২ বারের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লন্ডন বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তাঁরা উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমি কথা দিচ্ছি কমলনগর উপজেলাবাসীকে একটি মামলা-হামলা, চুরি ডাকাতি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি উপজেলা উপহার দিব।
উক্ত সভায় তিনি কমলনগর উন্নয়নে জনগণের উদ্দেশ্যে ১৮ দফা ইশতেহার ঘোষনা করেন। যথাক্রমে- স্থায়ী নদি বাঁদ ও ভাঙ্গনরোধ, ভূলুয়া নদী উদ্ধার ও খনন, মাদকমুক্ত সমাজ গঠন, রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন, সুশাসন ও জবাবদিহিতা, স্থানীয় বিচার প্রক্রিয়ায় সহজীকরন ও মামলা হ্রাস, আধুনিক ও নিরাপদ হাট-বাজার গঠন, নারীর ক্ষমতা নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, ক্রীড়া ও সংস্কৃতি জাগরণ, কৃষি ও মৎসজীবি উন্নয়ন, সুষ্ঠু বন্টন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, দূর্যোগে সবসময় আপনাদের পাশে, প্রবাসীদের সম্মানজনক সেবা নিশ্চিত করা, ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি, প্রবীনদের কল্যাণের ব্যবস্থা করবেন।জনসভায় কমলনগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণে জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

