স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় মদ, গাঁজা ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সশুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সদস্যরা চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ডান্ডা গেইট এলাকায় টহল পরিচালনা করে।
এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বস্তা বহন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩৬ বোতল ভারতীয় মদ,১০ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় চশমা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং জব্দ চশমাগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।৫৫ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। দেশের সীমান্ত সুরক্ষা ও যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

